The Connecting Local Fellowship - May 2019 to September 2020
Open Call for Creative Practitioners the 3rd Edition of the Chitpur Local Project
শিল্পীরা যখন বিদ্যলয়, গ্রন্থাগার, এমনকি থানার মত সর্বসাধারণের ব্যবহৃত স্থানে, মানুষের যোগদানের মাধ্যমে, সম্মিলিতভাবে তাদের সৃষ্টিকে প্রকাশ করে তখন কি ধরনের শিল্প চেতনার জন্ম হয়
যে সমস্ত সৃজনশীল ব্যাক্তিরা মানুষের কাছে শিল্পের ভূমিকা কি এবং একজন শিল্পী কীভাবে স্থানীয় মানুষের সঙ্গে যৌথভাবে শিল্প সৃষ্টি করতে পারে, এই ধরনের প্রশ্ন নিয়ে ভাবতে চান,তাদের জন্য কলকাতার চিৎপুর রোডের Connecting Local Fellowship একটি আদর্শ সুযোগ।
Fellowship-এর বিষয়ে কিছু কথা
এই fellowshipটি শিল্পীদের কাছে মানুষের মধ্যে কাজ করার একটি আহ্বান। এর মাধ্যমে আমরা আশা করি সমাজের সঙ্গে অর্থবহ, দীর্ঘ এবং সক্রিয় একটি যোগাযোগ স্থাপন সম্ভব হবে। একটি নতুন ভবিষ্যৎ কল্পনা করা, আমাদের শহরের সঙ্গে নতুনভাবে যোগাযোগ গড়ে তোলা, ভিন্ন সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, আমাদের ইতিহাস কোন রূপে দেখা, শহরের খোলা এলাকাগুলি সৃজনশীলতার মাধ্যমে সক্রিয় করে তোলা – এগুলি আমাদের লক্ষ্য। যৌথ শিল্প সৃষ্টি কি আমাদের বিভক্ত সামাজিক এবং রাজনৈতিক জীবনে দিশা দেখাতে পারে? কীভাবে এই অভিজ্ঞতা আমাদের পরিচয় এবং পরম্পরাকে প্রশ্নের সম্মুখিন করে? সম্মিলিত নান্দনিক এই সৃষ্টিকীভাবে সামাজিক ভেদাভেদ এবং গন্ডিকে অতিক্রম করতে অনুপ্রাণিত করে? পরিশেষে শিল্প কীভাবে আমাদের নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখায়? |
প্রসঙ্গ
বিগত চার বছর ধরে Hamdasti চিৎপুর রোডের কিছু ঐতিহ্যবাহী এলাকাতে, বিভিন্ন বিষয়ের সৃষ্টিশীল মানুষদের এই প্রশ্নগুলি নিয়ে অনুসন্ধান করতে সাহায্য করছে। আমরা ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, পল্লীর সাধারণ মানুষ, হাতের কাজের শিল্পে যুক্ত মানুষ, পুলিশ, স্থানীয় আধিকারিকদের সঙ্গে বিভিন্ন কলাশিল্প কেন্দ্রিক প্রকল্প বাস্তবায়িত করেছি। আমরা চিৎপুর লোকাল উৎসবের মাধ্যমে সেই কাজগুলি শহরের বৃহত্তর জনসাধারনের সামনে তুলে ধরেছি এবং তাদের চিৎপুর রোডের লুপ্তপ্রায় আঞ্চলিক ইতিহাসের সঙ্গে পরিচয় করিয়েছি। এর মাধ্যমে আমরা সামাজিকভাবে সম্পৃক্ত শিল্পসৃষ্টির কাজে অনুপ্রেরণা দিয়েছি। তৃতীয়বারের এই প্রচেষ্টাটি আমরা স্থানীয় কিছু মানুষ এবং প্রতিষ্ঠানের সঙ্গে যুগ্মভাবে আয়োজন করছি। এক বছরের এই প্রক্রিয়াটি কলকাতা পুলিশ-এর একটি ট্রাফিক গার্ডে এবং এলাকার ঐতিহ্যমণ্ডিত 'মিত্র এবং দত্ত' বাড়িতে স্থানগ্রহণ করবে। তৃতীয়টি এলাকার যেকোনো খোলা জায়গায় যেখানে সকলের অবাধ প্রবেশ সম্ভব রূপায়িত করা যাবে। এক বছরের শেষে মার্চ ২০২০ তে একটি প্রদর্শনীর মাধ্যমে অথবা একটি জনগণের উৎসবের মাধ্যমে সবকটি প্রকল্প দেখানো হবে। সেপ্টেম্বর ২০২০ তে একটি ল্যাব-এর মাধ্যমে ফেলোশিপটি সমাপ্ত হবে। |
আমরা সমস্ত বিষয়ের সৃজনশীল মানুষকে এবং কলাশিল্পীদের এই যৌথ প্রক্রিয়ার মাধ্যমে এলাকার এবং মানুষের অবহেলিত ইতিহাসকে উন্মোচিত করার জন্য আহ্বান করছি। আমরা চাই এই উদ্যোগের ফলে বিভিন্ন আঞ্চলিক সম্প্রদায়ের মধ্যে সংযোগ স্থাপন এবং লোক সাধারনের ব্যবহৃত স্থানগুলি আরও সক্রিয় ও বর্ণময় হয়ে উঠবে।
কারা আবেদন করতে পারে
আবেদন প্রক্রিয়া
ভাষা
আবেদনপত্র ইংরাজি, বাংলা ও হিন্দিতে জমা করা যাবে
গুরুত্তপুর্ণ নথি যা জমা দিতেহ বে
সম্পূর্ণ অনলাইন ফর্ম, আপনার CV এবং আপনার ওয়েবসাইট লিঙ্ক অথবা PDF ফাইল যাতে ৩ থেকে ৫টি কাজের বিবরন আছে।
তারিখ
ফেলোশিপ সাহায্য
কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে, এখানে লিখতে পারেন - [email protected]
এই Connecting Local Fellowship-টি কলকাতা ট্রাফিক পুলিশ, মিত্র এবং দত্ত পরিবার র সঙ্গে Hamdasti যৌথভাবে সঞ্চালনা করছে।
কারা আবেদন করতে পারে
- যে কোনো সৃজনশীল ব্যাক্তি অথবা সংস্থা- কলাশিল্পী, ডিজাইনার, লেখক, গবেষক, চিত্রপরিচালক, নাট্যকর্মী, কলাশিক্ষক, যারা জনসাধারণের মধ্যে কাজ করতে ইচ্ছুক।
- যারা কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় থাকেন অথবা কলকাতায় এই ফেলোশিপের সময় পর্যাপ্ত সময় দিতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
- ১৫ এপ্রিল রাত ১২ টার মধ্যে অনলাইন আবেদনপত্র জমা দিতে অনুরোধ করছি।
- আবেদনকারীর আবেদন গৃহীত হয়েছে এই মর্মে একটি ই-মেইল পাবেন আবেদনপত্র জমা সঠিকভাবে জমা পড়লে।
- বাছাই করা আবেদনকারীর একটি সাক্ষাৎকার নেওয়া হবে।
- চূড়ান্ত ফলাফল ১৫ মে, ২০১৯-এর মধ্যে জানানো হবে।
ভাষা
আবেদনপত্র ইংরাজি, বাংলা ও হিন্দিতে জমা করা যাবে
গুরুত্তপুর্ণ নথি যা জমা দিতেহ বে
সম্পূর্ণ অনলাইন ফর্ম, আপনার CV এবং আপনার ওয়েবসাইট লিঙ্ক অথবা PDF ফাইল যাতে ৩ থেকে ৫টি কাজের বিবরন আছে।
তারিখ
- আবেদনপত্র জমা দেয়ার শেষ দিন -১৫ এপ্রিল ২০১৯
- সাক্ষাৎকার – ৩০ এপ্রিল ২০১৯
- ফলাফল ঘোষণা - ১৫ মে, ২০১৯
- ফেলোশিপ শুরু হওয়ার দিন – ৩০ মে, ২০১৯
- ফেলোশিপ শেষ হাওয়ার সময় - সেপ্টেম্বর ২০২০
ফেলোশিপ সাহায্য
- প্রত্যেকটি ফেলোশিপ ৬০০০০ টাকা অবধি অনুদান পেতে পারে, যা প্রকল্পটির সমস্ত প্রোডাকশন সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে।
- প্রত্যেকটি ফেলোশিপ ৪০০০০ টাকা বৃত্তি পাবে।
- ৩ জন বাইরের বক্তার সঙ্গে আলোচনা করার সুযোগও পাওয়া যাবে যারা সামাজিক ক্ষেত্রে কলাশিল্পের ভূমিকা সংক্রান্ত বিষয় নিয়ে শিল্পচর্চা করেন। এছাড়াও প্রকল্পটি গড়ে তোলার সময় স্থানীয় পরামর্শদাতার সাহায্য পাওয়া যাবে ।
কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে, এখানে লিখতে পারেন - [email protected]
এই Connecting Local Fellowship-টি কলকাতা ট্রাফিক পুলিশ, মিত্র এবং দত্ত পরিবার র সঙ্গে Hamdasti যৌথভাবে সঞ্চালনা করছে।